জিএমপি‘র কোনাবাড়ী থানা এলাকার একটি বিল থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
আলমগীর কবীর:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার পূর্বপাড়া সংলগ্ন তুরাগনদী ঘেষা একটি বিল থেকে বুধবার (৭ জুলাই)২০২১ইং রাত আনুমানিক ৯.০০ টার দিকে ভাসমান অবস্থায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী কোনাবাড়ী থানা পুলিশকে খবর দিলে উপপরিদর্শক শাখাওয়াত ইমতিয়াজ উক্তস্থানে গিয়ে খবরের সত্যতা নিশ্চিত করেন ।
শাকাযয়াত ইমতিয়াজ আরও জানান,তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ধারণামতে তাদের বয়স আনুমানিক ৫০ অপরজন ৩৫ বছর। তাদের মধ্যে একজনের পরনে লাল গেঞ্জি ও জিন্স প্যান্ট এবং অপরজন বিবস্ত্র অবস্থায় পানির উপরিভাগে ভাসমান অবস্থায় ছিল ।
মরদেহ দুটিতে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে,গত কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাদের হত্যা করে বিলের পানি ফেলে যান।
তাদের পরিচয় উদ্ধারের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) কে খবর দেয়া হয়েছে।তথ্য প্রযুক্তির সাহায্যে মরদেহের আঙুলের ছাপ নিয়ে পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে । এদিকে ২টি মরদেহ একসাথে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধারের খবরে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে ।